সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী হ’ত্যা – জানা গেল খু’নির নাম !!

সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী ওলফ পালমে-কে ১৯৮৬ সালে হ’ত্যা করা হয়। এবার তাকে হ’ত্যাকারীর নাম ঘোষণা করেছেন দেশটির প্রসিকিউটর।১৯৮৬ সালে রাতে সিনেমা দেখে বাড়ি ফেরার সময় গু’লিতে নিহত হন ওলম পালমে।

সন্দেহভাজন ব্যক্তির নাম স্টিগ এংস্ট্রম। সে পরিচিত ছিলো স্কানডিয়াম্যান নামে। ২০০০ সালে সে আত্মহ’ত্যা করে।স্টকহোমে স্ত্রী লিসবেতকে নিয়ে সিনেমা দেখে ফেরার সময় তৎকালীন প্রধানমন্ত্রী পালমে’র পিঠে গু’লি করা হয়। সেদিন সকালেই নিরাপত্তা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সুইডিশ প্রধানমন্ত্রী এই হ’ত্যাকান্ড সংঘঠিত হয় সুইডেনের ব্যস্ততম সড়কে। কয়েকডজন স্বাক্ষী দেখেন, এক লম্বা লোক তাদের প্রধানমন্ত্রীকে গু’লি করে পালিয়ে যাচ্ছে।

সুইডেনের চিফ প্রসিকিউটার ক্রিসটের পেটারসন জানিয়েছেন, যেহেতু আততায়ী বেঁচে নেই, তারা এই মামলার কার্যক্রম বন্ধ ঘোষণা করছেন।এই মামলায় প্রত্যক্ষ্যদর্শী হিসেবেও জবানবন্দী দিয়েছিলেন এংস্ট্রম। কিন্তু তখন তাকে সন্দেহ করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *