সুখবর- বাংলাদেশিসহ ৫ লাখ অবৈধ প্রবাসীকে বৈধতা দিল ইতালি !!

প্রা’ণঘা’তী করোনা ভা’ইরাসের ম’হামা’রীতে স্তব্ধ গোটা পৃথিবী। এরইমধ্যে ইতালি সরকার অভিবাসীদের বৈধকরণ বিল পাস করায় কয়েক হাজার বাংলাদেশিসহ প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীর মধ্যে ফিরেছে।গত বুধবার ইতালি সরকার অবৈধভাবে বসবাসরত ৫ লাখ অধিবাসীকে বৈধতা দিয়ে বিল পাস করে। দীর্ঘ ৮ বছর পর বৈধকরণে সরকারের এমন সিদ্ধান্তে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা।

আগামী পয়লা জুন থেকে টানা ৪৫ দিন চলবে আবেদন গ্রহণ প্রক্রিয়া। কৃষি, মৎস, পশুপালন, বন- বিভাগ, বাসাবাড়ির কাজ, বৃদ্ধদের সেবা দানের সঙ্গে যারা এতদিন যুক্ত ছিলেন, তারা বৈধতার আওতায় আসবেন। কর্মীরা যার অধীনে কাজ করছেন, তাকে ৪০০ ইউরো জমা দিয়ে বৈধকরণের জন্য আবেদন করতে হবে।

এছাড়া বৈধতা হারানো কর্মীরাও ১৬০ ইউরো জমা দিয়ে আবারো বৈধতার জন্য আবেদন করতে পারবেন। ওই সব কর্মীকে সরকার ৬ মাসের স্টে পারমিট দেবে। এরমধ্যে তাদের কাজ খুঁজে নিতে হবে। এরপর স্বাভাবিক বৈধতা লাভ করবেন তারা।।অনেক উন্নত দেশ যখন অভিবাসীদের নিজ দেশ ফেরত পাঠাতে ব্যস্ত, ঠিক সেই সময়ে অবৈধদের বৈধতা দিল ইতালি। ইতালি সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *