সুলতান কাবুসের পর ওমানের নতুন শাসক হলেন যিনি !!

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃ’ত্যু’র পর দেশটির নতুন শাসক হিসেবে শপথ নিতে যাচ্ছেন বর্তমান সংস্কৃতিমন্ত্রী হাইথাম বিন তারিক আল সাইদ। শনিবার তিনি শপথ নিবেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওমানের আল ওয়াতান এবং আল রয়া পত্রিকার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সদ্য প্রয়াত ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের চাচাত ভাই সংস্কৃতি মন্ত্রী হাইথাম বিন তারিক আল সাইদ। তবে এই নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি শুক্রবার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান প্রায় ৫ দশক ধরে ওমানের ক্ষমতায় থাকা সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। একটি সফল অভ্যুত্থানে পিতাকে ক্ষমতাচ্যুত করে কাবুস ১৯৭০ সালের ২৩ জুলাই ওমানের ক্ষমতা দখল করেন। তবে চিরকুমার থাকায় কোন উত্তরসূরি রেখে যেতে পারেননি সুলতান কাবুস।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *