সুস্থ হলে আবারও হজ্বে যাবঃ এটিএম শামসুজ্জামান !!
বাংলা নাটকের কিংবদন্তী বলা হয় এটিএম শামসুজ্জামানকে। তাঁর অভিনয় গুনের মাধ্যমে ভক্তদের হৃদয়ের মনিকোঠায় যায়গা করে নিয়েছে অনেক আগেই। তিনি শুধু নাটকের মানুষ বললে ভুল হবে। কেননা, বেশ কয়েকটি চলচিত্রে অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেতা। বর্তমানে তিনি অসুস্থ যে কারনে রুপালি পর্দায় দেখা যায়না তাঁকে।
এ বছরের ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন এ টি এম শামসুজ্জামান। সেদিনও খুব শ্বাসকষ্ট হচ্ছিল। সেই রাতে তাঁকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় তার মেয়ের বাসায় বসে সাংবাদিকদের জানিয়েছেন, ১১ বার হজ করেছেন তিনি। সুস্থ হলে আবারও হজ্বে যাবেন তিনি।প্রসঙ্গত, এটিএম শামসুজ্জামান অভিনয়ের জন্য আজীবন সম্মাননাসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ছয় বার।