সেতুর নিচে আটকে গেল আস্ত বিমান (ভিডিওসহ)
সেতুর নিচে আটকে গেল আস্ত একটি বিমান। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে জাতীয় সড়কে। সে খবর প্রচার হতেই তোলপাড় শুরু হয়ে যায় এলাকায়।ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, কলকাতা থেকে রাজস্থান নিয়ে যাওয়া হচ্ছিল ইন্ডিয়া পোস্টের বাতিল ওই বিমানটি। ট্রেইলারে করে বিমানটি নিয়ে যাওয়া হচ্ছিল দুর্গাপুরের ২ নম্বর জাতীয় সড়ক ধরে।
দুর্গাপুর মেইন গেটে জাতীয় সড়কের ওপর দিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় যাওয়ার সেতুতে আটকে যায় বিমান।এর আগে বিমানটি দমদম থেকে বের করার সময়েও প্রায় একই সমস্যা হয়েছিল। যশোর রোড পার হওয়ার সময় সেটি আটকে যায়। তাতে গভীর রাতে সৃষ্টি হয় বিশাল যানজট।শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেইলারটির চাকার হাওয়া খুলে উচ্চতা কমানোর চেষ্টা করা হয়। তাতেও কাজ না হওয়ায় চাকা খুলে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে।