সৌদি আরবের রমজান ও তারাবি নিয়ে যে ১০ সিদ্ধান্ত !!

করোনাভা’ইরাসের কারণে উদ্ভূত আশঙ্কাজনক পরিস্থিতির কারণে সৌদি আরবের প্রধান দুই মসজিদ তথা মসজিদে হারাম এবং মসজিদে নববীতে আসন্ন রমজানে এ বছর ১০ রাকাত তারাবি আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।সোমবার রাতে মসজিদে হারামের প্রধান ইমাম ও হারামাইন শরীফাইনের প্রেসিডেন্সির প্রধান শায়েখ আবদুর রহমান আস সুদাইস আসন্ন রমজানে তারাবি ও অন্যান্য বিষয়ে গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

শায়েখ সুদাইস বলেন, বিশ্বব্যাপী করোনাভা’ইরাসের প্রাদুর্ভাবের ফলে যেহেতু আশঙ্কাজনক পরিস্থিতি বিরাজ করছে, তাই সবদিক লক্ষ করে মক্কা-মদিনা বিষয়ক অধিদফতরের পক্ষ থেকে এ বছর পবিত্র রমজানের তারাবির নামাজ ১০ রাকাত পড়াসহ বেশকিছু নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এসব সিদ্ধান্ত শুধুমাত্র মসজিদে হারাম এবং মসজিদে নববীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া সৌদি আরবের অন্য মসজিদের ক্ষেত্রে সরকারের দেয়া পুরোনো সিদ্ধান্ত বহাল থাকবে।প্রসঙ্গত, অন্যান্য দেশের মত বৈশ্বিক মহামারি করোনাভা’ইরাস সৌদি আরবেও আঘাত হেনেছে।

সংবাদমাধ্যম ‘সৌদি গ্যাজেটে’ প্রকাশিত সোমবারের (২০ এপ্রিল) পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে করোনায় মোট আ’ক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৮৪ জন । এখন পর্যন্ত মারা গেছে ১০৩ জন। আর, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৩৯৮ জন।

শারকুল আওসাত ও হারামাইন প্রেসিডেন্সির ওয়েবসাইট অবলম্বনে- মুহাম্মদ বিন ওয়াহিদ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *