সৌদিতে নারী পরিচালিত প্রথম সুপার শপ !!
সৌদিতে প্রথম বারের মতো পুরোপুরি নারী কর্মীদের পরিচালনাধীন সুপার শপ খুলেছে দুবাই ভিত্তিক বাণিজ্য প্রতিষ্ঠান লুলু।জেদ্দা নগরীর আল জামেয়া এলাকায় শপটি চালু হয়েছে। সৌদি সরকারের ঘোষিত ভিশন-২০৩০ বাস্তবায়নে সৌদি নারীদের অর্থনৈতিক অগ্রগতিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
জেদ্দার কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ এলাকায় ৩৭ হাজার স্কয়ার ফিট স্থানজুড়ে শপটি চালু হয়। এতে প্রয়োজনীয় সামগ্রী, তাজা খাবার, স্বাস্থ্য এবং সৌন্দর্য বিষয়ক সব ধরনের পণ্য আছে। তবে করোনা মহামারির কারণে এখন কেবল অনলাইন ভিত্তিক সেবা প্রদান করছে শপটি।
লুলু হাইপার মার্কেট সৌদির প্রধান শেহিম মুহাম্মাদ বলেন, ‘সৌদিতে প্রথম বারের মতো পুরোপুরি নারীদের পরিচালনাধীন একটি শপ চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ শপের জেনারেল ম্যানেজার থেকে ক্যাশিয়ারসহ সব কর্মকর্তাই নারী হবেন। নারীদের কর্মক্ষেত্র তৈরিতে তা বড় ভূমিকা পালন করবে।’
তিনি বলেন, বর্তমানে পুরো সৌদিতে আমাদের পরিচালনায় তিন হাজার সৌদি নাগরিক কাজ করছেন। এদের মধ্যে ৮ শ জন নারী আছেন। তাঁরা বিভিন্ন পদে কাজ করছেন। সৌদি নারীদের অর্থনৈতিক উন্নয়নে অন্যান্য নারীদেরও আমাদের প্রতিষ্ঠানে যোগদানে উৎসাহ দেব।’
নতুন চালু হওয়া শপের পরিচালক মাহা মুহাম্মাদ আলকামি বলেন, ‘লুলু গ্রুপের নারী পরিচালনাধীন শপের একজন সদস্য হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। অর্থনৈতিক উন্নয়নে সৌদি নারীর একজন প্রতিনিধি হিসেবে আমি সম্মানবোধ করি।’ সূত্র : সৌদি গেজেট