সৌদিতে করোনায় আ’ক্রান্ত ২৮৬৫৬ – বাংলাদেশি ৩৭১৭ !!

সৌদিতে আরবে প্রা’ণঘা’তী করোনা ভা’ইরাসে বাংলাদেশি আ’ক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। দুতাবাসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশটি ৩ হাজার ৭১৭ জন বাংলাদেশি কভিড১৯ এ আ’ক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনায় প্রাণ নিয়েছে ৫৫ বাংলাদেশির। আগামী ১৩মে পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল এবং শপিং মল খুলে দেওয়া হয়েছে।

শুরুর দিকে করোনায় আ’ক্রান্তের সংখ্যা একদিন কম একদিন বেশি হলেও গত ১৬ এপ্রিল থেকে আ’ক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। প্রতিদিনই এক দেড়শ মানুষ নতুন করে আ’ক্রান্ত হচ্ছেন। তবে সুস্থ হওয়ার সংখ্যাও অনেক বেশি। সৌদিতে আ’ক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে মক্কা। শহরটিতে এ পর্যন্ত আ’ক্রান্ত হয়েছে ৬ হাজার ৫১১জন, রিয়াদে ৪ হাজার ৯২২জন, জেদ্দায় ৪হাজার ৬৪৮জন, মদীনায় ৪হাজার ৬৪৩জন, দাম্মামে ১হাজার ৯০৪জন, হুফুফে ১হাজার ৩১৯জন, জুবাইলে ১হাজার ৭৭জন। এছাড়াও অন্যান্য শহরেও আ’ক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সৌদিতে করোনায় মোট আ’ক্রান্ত ২৮৬৫৬।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *