সৌদিতে করোনায় একদিনে সর্বোচ্চ সুস্থের রেকর্ড !!

সৌদি আরবে করোনাভা’ইরাসে আ’ক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৫৯৫ জন করোনায় আ’ক্রান্ত হয়েছে।এরই মধ্যে সুখবর জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল আবদেল আলী।

সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) দেয়া এক বিবৃতিতে ড. আবদেল আলী বলেছেন, মঙ্গলবার দেশটিতে ৯৫৫ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন; যা এ পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ সুস্থের রেকর্ড।তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার মোট আ’ক্রান্তের মধ্যে ৭৬ শতাংশ প্রবাসী এবং ২৪ শতাংশ সৌদি নাগরিক। আ’ক্রান্তদের ৮৬ শতাংশ পুরুষ ও ১৪ শতাংশ নারী।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৫৯৫ জন করোনায় আ’ক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আ’ক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২৫১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯ জন। সর্বমোট মৃত্যু সংখ্যা ২০০ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩১ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৪ হাজার ৬২০ জন। এদের মধ্যে ১৪৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

একই রকম তথ্য দিয়ে মঙ্গলবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির বন্দর নগরী জেদ্দায় ৩৮৫ জনের শরীরে করোনাভা’ইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া মক্কা মুকাররমায় ৩৩৭ জন, রাজধানী রিয়াদে ২৩০ জন এবং দাম্মামে ১৪১ জন শনাক্ত হয়েছে।

সূত্র: সৌদি গ্যাজেট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *