সৌদিতে টি-২০ টুর্নামেন্টে বাংলাদেশি টিম ‘গ্রীনবাংলা’ চ্যাম্পিয়ন !!

আইসিসির সহযোগী, সৌদি ক্রিকেট সেন্টারের অনুমোদিত রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (RCA) কর্তৃক আয়োজিত ওয়েস্টার্ন ইউনিয়ন (মানি ট্রান্সফার) টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মরুভূমির টাইগার খ্যাত সৌদি প্রবাসী ক্রিকেট টিম ‘গ্রীনবাংলা’।

শুক্রবার রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৪ নং মাঠে ভারতীয় ক্লাব ‘দানা ট্রেডিং’কে ২৫ রানের ব্যাবধানে হারায় ‘গ্রীন বাংলা’।

টস জিতে গ্রীনবাংলাকে ব্যাট করার আমন্ত্রণ জানান দানা ট্রেডিং এর দলপতি রিয়াস সুক্কুন। শুরুতেই বাদল আর গ্রীনবাংলার দলপতি জাকিরের উড়ন্ত সূচনায় ও আবুল কালামের চমৎকার ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১২ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দেয় গ্রীনবাংলা।

গ্রীন বাংলার পক্ষে বাদল ৩৩ বলে ৪৪, জাকির ৩৬ বলে ৭০, কালাম ১১ বলে ৩২ রান করেন। দানা ট্রেডিং এর পক্ষে বল হাতে দলপতি রিয়াস সুক্কুন ৪১ রানে ৪ টি, মামুন ৩৫ রানের বিনিময়ে ২ উইকেট নেন।

২১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলতে সক্ষম হয় ভারতীয় ক্লাবটি। তাদের পক্ষে ওয়াকার আহমেদ ১৯ বলে ৩৯ ইসতিয়াক ২৪ বলে ৩৮ এবং হাজিম ২১ বলে ২৬ রান করেন।

বল হাতে গ্রীনবাংলার রিয়াজ ২৬ রানে ২, সুমন ৪০ রানে ২টি জাকির, রায়হান, বাপ্পি, শুভ ১ টি করে উইকেট নেন। ব্যাট হাতে ৭০ এবং বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয় গ্রীন বাংলার দলপতি জাকির হোসেন।

এ জয়ে প্রবাসী টাইগারদের অভিনন্দন জানিয়েছেন সৌদি প্রবাসীদের অন্যতম অভিবাবক রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসিহ, মিশন উপপ্রধান ড. নজরুল ইসলাম, প্রেস সচিব ফখরুল ইসলাম, গ্রীন বাংলার উপদেষ্টা আলী আকবর, লিটন মিয়া, আলী আশরাফ আশু, সালাউদ্দীন, মাহবুবুর রহমান পাপ্পুসহ রিয়াদ কমিউনিটির ব্যাক্তিবর্গ।রিয়াদ প্রবাসীদের সাস্থ্য সেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেলের সহযোগীতায় খেলাটি সরাসরি সম্প্রচার করে স্পোর্টস এরাবিয়া।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *