Internation News
সৌদিতে ভয়াবহ হা’মলার পরিকল্পনা ভণ্ডুল, নিহত ২ !!

সৌদি আরবের দাম্মাম শহরে ভ’য়াবহ গাড়িবো’মা হা’মলার পরিকল্পনা করেছিল দুই তরুণ। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের চতুরতায় সেই চেষ্টা ভেস্তে গিয়েছে বলে জানা যায়। নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই তরুণ দুই নিহত হয়েছে। সৌদি সরকারের নিরাপত্তা প্রধান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে জানানো হয়েছে, ওই দুই সন্ত্রাসী একটি ফোর্ড গাড়িতে বি’স্ফোরক বহন করছিল। তারা বুধবার (২৫ ডিসেম্বর) দাম্মাম শহরের কিং সাউদ স্ট্রিটের দিকে যাচ্ছিল। সে সময় তাদের আত্মসমর্পন করতে বলা হয়। কিন্তু তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলি ছুঁড়তে থাকে এবং একটি বিল্ডিংয়ের পেছনে ব্যারিকেড তৈরী করে। সে সময় গু’লিতে তারা নিহত হয়।