Internation News
সৌদিতে মসজিদে তারাবি নামাজ স্থগিত !!

সৌদি আরবে আসন্ন রমজানে তাদের সব মসজিদে তারাবি নামাজ স্থগিত করেছে। সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তাদের মুসল্লিদের মসজিদের পরিবর্তে নিজ নিজ ঘরে তারাবি নামাজ পড়ার আহবান জানিয়েছেন।
ধর্মমন্ত্রী ড. আব্দুল লতিফ আল শেখ জানিয়েছেন, করোনা সংক্রমন ঠেকাতে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় স্থগিতের চেয়েও তারাবি নামাজ স্থগিত গুরুত্বপূর্ণ। কারণ তারাবির নামাজে মুসল্লি সমাগম বেশি হয়। করোনা দুর্যোগ কাটিয়ে উঠার জন্য তিনি সকল নাগরিককে আল্লাহর কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আ’ক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৬২ জন। এদের মধ্যে মারা গেছেন ৫৯ জন।