সৌদিতে যে আইন অমান্য করলে জরিমানা হতে পারে ২ হাজার রিয়াল

সৌদিতে ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছেন যে, যারা স্পীড লিমিট এর চাইতে অধিক গ’তিতে যানবাহন চালাবে তাদের ১৫০ রিয়াল থেকে ২ হাজার রিয়াল জরিমানা নির্ধারিত করা হবে। বিভিন্ন সড়কের স্পীড লি’মিট এবং অধিক গ’তিতে চালানো যানবাহন এর ধরন এর উপর নির্ভর করে অভিযুক্ত’কে জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত জানা যায় যে, যদি কোন সড়কে স্পীড লিমিট ১২০ কি’লোমিটার/ঘন্টা দেয়া থাকে,

তবে সেখানে অধিক স্পীডিং এর জরিমানা নিন্মরূপঃ

স্পীড লিমিটের চাইতে ১০-২০ কিমি/ঘন্টা বেশি গতিতে যানবাহন চালালে সর্ব’নিন্ম ১৫০ থেকে সর্বোচ্চ ৩০০ রিয়াল জরিমানা, ২০-৩০ কিমি/ঘন্টা অধিক গতিতে যানবাহন চালালে সর্বনিন্ম ৩০০ থেকে সর্বোচ্চ ৫০০ রিয়াল জরিমানা,

৩০-৪০ কিমি/ঘন্টা বেশি গতিতে যানবাহন চালালে সর্বনিন্ম ৮০০ থেকে স’র্বোচ্চ ১ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা, এবং ৪০-৫০ কিমি/ঘন্টা অধিক গতিতে যানবাহন চালালে সর্বনিন্ম ১২০০ থেকে সর্বোচ্চ ১৫০০, এবং স্পীড লিমিটের চাইতে ৫০ কি’মি/ঘন্টা এর অধিক গতিতে যানবাহন চালালে সর্বনিন্ম ১৫০০ থেকে ২ হাজার রিয়াল জরিমানা নির্ধারণ করা হয়েছে।

যদি যানবাহনের মালিক ড্রাইভিং লাইসে’ন্স ব্যতিত কাউকে দিয়ে যানবাহন চালনা করেন, তবে তাকে সর্বনিন্ম ১ হাজার রিয়াল থেকে সর্বোচ্চ ২ হাজার রিয়াল জরিমানা করা হবে। যদি লাইসেন্সবিহীন চালক কোন দুর্ঘটনা ঘটান, তবে যা’নবাহনের মালিককে দায়ী করে বিচারের সম্মুখীন করা হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *