Internation News
সৌদি আরবে রোজা শুরু শুক্রবার !!

বুধবার (২২ এপ্রিল) সৌদি আরবের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শাবান মাস ৩০দিন পুর্ণ হবে। সে হিসেবে আগামী শুক্রবার থেকে শুরু হবে রমজান মাস।
এদিকে সৌদি আরবের হিসেবে বাংলাদেশে রোজা শুরু হতে পারে আগামী শনিবার থেকে।এদিকে রোজায় প্রধানমন্ত্রী তারাবির নামাজ ঘরে বসে পরার অনুরোধ করেছেন।