স্টুডেন্ট ভাড়া দিতে চাওয়ায় ঢাবি ছাত্রীকে মারধর করলেন বাসের হেলপার!

বাসে ‘ছাত্র ভাড়া’ দেওয়ার চেষ্টার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর ও রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সম্প্রতি রাজধানীর রামপুরা থানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রাফিয়া তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তার অভিযোগ, তারঙ্গ প্লাস বাসে শান্তিনগর থেকে বাড়ি ফেরার পথে একজন হেলপার তাকে নির্যাতন করেছিলেন।

ঢাবির ছাত্রটি ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে বলে জানা গেছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে রাফিয়া তামান্না বলেন, “আমি রাত ৭ টার দিকে তারঙ্গ প্লাস বাসে শান্তিনগর থেকে বাড়ি ফিরছিলাম। শুরু থেকেই বাসের হেলপার ছাত্র ভাড়া নিয়ে ঝামেলা শুরু করে। আমি প্রতিটি চেকপোস্টে ছাত্র হিসেবে হাত বাড়াই। এবং চেকারকে আইডি কার্ড দেখানোর চেষ্টা করি। ‘

রাফিয়া বলেন, আমি যখন চেকারকে আইডি কার্ড দেখানোর চেষ্টা করি, তখন হেলপার আমার প্রতি বিভিন্ন মন্তব্য করতে থাকে। বাস থেকে নামার আগে, পরের বার বাসে উঠলে সে আমাকে আঘাত করার হুমকি দেয়। হুমকি দেওয়ার পর আমি তর্কের একপর্যায়ে হেল্পারকে চড় মারলাম। তারপর সে আমাকে কয়েকবার থাপ্পড় মেরে নাকের মধ্যে ঘুষি মারে। ফলস্বরূপ, আমার নাক থেকে রক্ত ​​বের হতে শুরু করে এবং আমার আঙুল কেটে যায়। ‘

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *