স্ত্রীকে সাউন্ড বক্স বাজিয়ে হ’ত্যা, কেঁদে বিচার চাইলেন মা !!

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের জবরদখল গ্রামের গৃহবধূ আকলিমা বেগমের (৩০) হ’ত্যা’র বি’চারের দাবি জানিয়েছেন মা সাহিদা বেগম।

গতকাল রবিবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

মায়ের দাবি, একই গ্রামের গিয়াসউদ্দিন সরদারের ছেলে আল-আমিন সরদার (৩৫) আকলিমাকে হ’ত্যা করেছেন। হ’ত্যা’কা’ণ্ডের সুষ্ঠু তদন্ত ও খু’নি’র ফাঁ’সি’র দাবিতে মানববন্ধন ও শরীয়তপুর জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে কাঁচিকাটা ইউনিয়নবাসী।

মানববন্ধনে উপস্থিত আরও ছিলেন-নিহতের বাবা শরীফ সরদার, ভাই সাইফুল ইসলামসহ ইউনিয়নবাসী। এ সময় মেয়ে হ’ত্যা’র বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন মা সাহিদা বেগম।

খোঁজ নিয়ে জানা যায়, ১৩ বছর আগে প্রেম করে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের জবরদখল গ্রামের গিয়াসউদ্দিন সরদারের ছেলে আল-আমিন সরদারের সঙ্গে একই গ্রামের শরীফ সরদারের মেয়ে আকলিমা বেগমের বিয়ে হয়। রিয়া মনি (৬) নামে এক মেয়ে ও রিয়াজ (১২), মিরাজ (৮) নামে দুটি ছেলে রয়েছে তাদের।

বিয়ের পর থেকে যৌতুকের জন্য আকলিমাকে নি’র্যা’তন করতেন আল-আমিন। একদিন আল-আমিন কলস দিয়ে আ’ঘা’ত করে আকলিমার কানের পর্দা ফা’টিয়ে দেন। আকলিমা নির্যাতন থেকে বাঁচতে বাবার বাড়ি থেকে ধাপে ধাপে পাঁচ লাখ টাকাও দেয় আল-আমিনের পরিবারকে। আরও দেড় লাখ টাকা যৌ’তু’কের জন্য ৮ ডিসেম্বর রাতে নি’র্যা’ত’ন করে হ’ত্যা’র পর আকলিমাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁ’চি’য়ে ঝু’লি’য়ে রাখা হয়।

৯ ডিসেম্বর দুপুর ১২টার দিকে আকলিমার ম’র’দে’হ উদ্ধার করে ম’র্গে’ পাঠায় পুলিশ। পরে স্বামী আল-আমিনকে গ্রে’প্তা’র করে জে’ল’হা’জতে পাঠানো হয়।

মানববন্ধনে কা’ন্না’জড়িত কণ্ঠে আকলিমার মা বলেন, ‘যৌ’তু’কের জন্য আমার মেয়েকে হ’ত্যা করেছে আল-আমিন। আমার মেয়ের যে ময়নাত’দ’ন্ত হয়েছে তা সঠিক হয়নি। আমি পুনরায় ময়নাতদন্ত চাই। আমার মেয়ের হ’ত্যা’কা’রীর ফাঁ’সি চাই।’

এ সময় আকলিমার ভাই সাইফুল সরদার বলেন, ‘আল-আমিন যখন আমার বোনকে নি’র্যা’ত’ন করতেন তখন ঘরের মধ্যে বিকট শব্দ করে “সাউন্ড বক্স” বাজাতেন। যাতে করে প্রতিবেশীরা নি’র্যা’ত’নের শব্দ না পান। এভাবে নি’র্যা’ত’ন করে আমার বোনকে হ’ত্যা করা হয়েছে। আমার বোনের হ’ত্যা’র সুষ্ঠু বিচার চাই। আল-আমিনের ফাঁ’সি চাই।’

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, আকলিমার ময়নাতদন্ত প্রতিবেদনে এসেছে সে আ’ত্ম’হ’ত্যা করেছে। তার স্বামী আল-আমিন জেলহাজতে। তবে নি’হ’তে’র পরিবারের অ’ভি’যো’গ খতিয়ে দেখা হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *