স্ত্রী ও শিশুসন্তানকে হাতুড়ি দিয়ে হত্যা করে পালালো পাষণ্ড বাবা!
রাজধানীর যাত্রাবাড়ী থেকে এক গৃহবধূ ও তার দেড় বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১১ টার দিকে মিরহাজিরবাগের ১৯২২ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে দুজনের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- মা রোমা আক্তার (২৬) এবং তার সন্তান মো রিশাদ। ঘটনার পর থেকে রোমার স্বামী আবদুল অহিদ পলাতক রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও একটি বালিশ উদ্ধার করেছে। পুলিশের অনুমান এটি খুন।
যাত্রাবাড়ী থানার এসআই হুমায়ুন কবির জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রী ও সন্তানকে হত্যার পর অহিদ পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এসআই আরও বলেন, ধারণা করা হচ্ছে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং বালিশ চেপে তাদের হত্যা করা হয়েছে।