স্ত্রী-সন্তান নিয়ে হাসপাতালে যাওয়ার পথে এএসআই নিহত!
একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তার স্ত্রী ও সন্তানদের নিয়ে রংপুরে ডাক্তারের কাছে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হন। নিহতের নাম আরিফুজ্জামান আরিফ।
মঙ্গলবার রাত ৯ টার দিকে পাগলাপীরের হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি রাত সাড়ে ১২ টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান।
নিহত আরিফুজ্জামান আরিফ নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা। তিনি রংপুর সদর থানায় কর্মরত ছিলেন।
এ ঘটনায় এএসআইয়ের স্ত্রী ও শিশুরা আহত হয়েছে। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন।
রংপুর সদর থানার ওসি মমতাজুল ইসলাম জানান, এএসআই আরিফ তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মোটরসাইকেলে পাগলাপীর এলাকা থেকে রংপুর শহরে যাচ্ছিলেন। এ সময় হাজিরহাটের হিমাগারের সামনে রুপা এন্টারপ্রাইজ নামের একটি বাস তাদের ধাক্কা দিলে আরিফ ও তার ছেলে গাড়ির নিচে পড়ে যায়। তার স্ত্রীও রাস্তায় পড়ে যান।
আরিফকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২ টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়। সেখানে তার স্ত্রী ও সন্তানদের চিকিৎসা দেওয়া হচ্ছে।