Internation News
স্পেন ও পর্তুগালে ১৩৫ জন বাংলাদেশি করোনা’ক্রা’ন্ত, বিস্তারিত…

সিঙ্গাপুরে নতুন করে ১২৫ জন বাংলাদেশি করোনাক্রা’ন্ত হওয়ার পর এবার স্পেনে ১২৭ জন বাঙালি নতুন করে আ’ক্রান্ত হয়েছে। স্পেনে করোনায় একদিনে ৬০৩ জন মা’রা গেছেন। আ’ক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার। এদের মধ্যে ১২৭ জন বাংলাদেশি। তৃতীয় দফা লকডাউনের পর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে কিছুটা উন্নতির দিকে স্পেনের করোনা পরিস্থিতি।
মৃতের সংখ্যা কমার পাশাপাশি কমতে শুরু করেছে নতুন আ’ক্রা’ন্তের সংখ্যাও। তবে নানা সঙ্কটে দিশাহারা হয়ে পরছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। এদিকে পর্তুগালে মৃ’তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪। আ’ক্রান্ত হয়েছেন ৮ বাংলাদেশি। সং’ক্রমণরোধে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়তে থাকায় নানা স’ঙ্কটে আছেন দু’দেশের প্রবাসী বাংলাদেশিরা।