স্বস্তি ফিরতে শুরু করেছে ইতালিতে, জানুন সর্বশেষ অবস্থা !!

প্রা’ণঘা’তী ভা’ইরাসে বিধ্বস্ত ইতালি করোনামুক্ত হওয়া শুরু করেছে। দেশটির বৃহত্তর দীপাঞ্চল সিসিলিয়া’র ত্রিপানি শহরটি এরই মধ্যে করোনামুক্ত ঘোষণা করেছে সরকার। গত ৩৩ দিনে এ শহরের কোন নাগরিক করোনায় আ’ক্রান্ত হয়নি। সোমবার (১ জুন) দেশটিতে করোনাভা’ইরাসে নতুন করে আ’ক্রান্ত হয়েছে দুইশ জন। এ নিয়ে দেশটিতে মোট আ’ক্রান্ত দুই লাখ ৩৩ হাজার ১৯৭ জন। এদিন প্রাণ হারিয়েছে ৬০ জন। এ নিয়ে দেশটিতে করোনাভা’ইরাসে মোট প্রাণ হারিয়েছে ৩৩ হাজার ৪৭৫ জন। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৪২৪ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় দেশটির ৬টি বিভাগীয় শহরে করোনায় নতুন সংক্রমণ হয়নি। বিপরীতে রাজধানী রোমসহ দেশের সবকটি বিভাগীয় অঞ্চলে নতুন সংক্রমনের হার কমেছে। সবচেয়ে সংক্রমিত এলাকা লোম্বার্দিয়ায় একদিনে সর্বনিম্ন সংখ্যক ৫০ জন সংক্রমিত হয়েছেন। অপরদিকে সুস্থ হওয়ার সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করোনা নিয়ে আতঙ্কের বিপরীতে অনেকটা স্বস্তি ফিরে এসেছে ইতালীর নাগরিকদের মাঝে। দেশটিতে এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪১ হাজার ৩৬৭ জন।

আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪৮ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লক্ষ ৫৮ হাজার ৩৫৫ জন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি। জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে আজ লোম্বারদিয়া অঞ্চলে আ’ক্রান্ত ৫০ জন এবং মৃত্যুবরণ করেছে ১৯ জন। দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া হচ্ছে ৩ জুন থেকে ফলে ওই দিন থেকে বিভিন্ন দেশের পর্যটকেরা সেখানে যেতে পারবেন। এ সময় ভা’ইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পরিস্থিতি নজরে রাখছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। করোনা বিপর্যয় কাটিয়ে ক্রমে সেই আগের কর্ম চাঞ্চল্যে ফিরে যেতে শুরু করেছে ইতালি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *