Jana Ojana
হজ্ব করতে গিয়ে আল্লাহর কুদরতে দৃষ্টিশক্তি ফিরে পেলেন অন্ধ সুদানী মহিলা !!

আল্লাহর কুদরতে হজ্ব করতে গিয়ে দৃষ্টিশক্তি ফিরে পেলেন অন্ধ সুদানী মহিলা! এবারের হজ্বের সফরে সুদানের একজন দৃষ্টি প্রতিব’ন্ধি বয়স্ক মহিলা আল্লাহর কুদরতে হঠাৎ দৃষ্টি শক্তি ফিরে পান।
পবিত্র মক্কায় কাবা শরীফ দেখতে পেয়ে তার অশ্রু গদগদ কণ্ঠে আল্লাহর শোকরিয়া আদায় করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।ভিডিওতে দেখা যায়, মহিলাটি দৃষ্টি শক্তি ফিরে পেয়ে মহিলাটি আনন্দে আ’ত্নহা’রা হয়ে পড়েছে। এবং কাবা শরীফ দেখতে পেয়ে মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছে।
বয়স্ক মহিলাটি বলছেন, তিনি ইবতেদায়ী পড়ার সময় থেকে চোখে দেখতেন না। তার অনেক আশা ছিল, তিনি কুরআন শরীফ দেখে দেখে পড়বেন। সেই মহিলাটির পাশে তার স্বামীকেও উপস্থিত দেখা গেছে।