হজ ক্যাম্পে পর্যবেক্ষণে রাখা হয়েছে চীন থেকে ফিরিয়ে নিয়ে আসা ৩১৬ বাংলাদেশি শিক্ষার্থীকে !!

আশকোনা হজ ক্যাম্পে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে চীন থেকে ফিরিয়ে নিয়ে আসা ৩১৬ বাংলাদেশি শিক্ষার্থীকে। এর মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ ফুটে উঠেছে। সাথে সাথে শিক্ষার্থীটিকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর বারোটায় এ তথ্য জানিয়েছেন আইইসিডিআর পরিচালক। তিনি বলেন, এক শিক্ষার্থীর জ্বর ওঠায় তাকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়েছে। উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রথম উপসর্গ হচ্ছে জ্বর।

এর আগে, করোনা ভাইরাসের কারণে চীনের উহান নগরীতে আটকে পড়া ৩১৬ জন বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছে বিমানের বিশেষ ‘রেসকিউ ফেরি ফ্লাইট’ বিজি-৭০০২।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫৪ মিনিটে দেশে ফিরেছে বিমানের বিশেষ ফ্লাইটটি। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানের এই বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উহানের উদ্দেশে ছেড়ে যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *