হজ যাত্রীদের সুবিধার জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিশেষ বুথের অনুরোধ !!
চলতি বছর হজ গমনেচ্ছু যাত্রীদের পাসপোর্টবিষয়ক অভিযোগ নিষ্পত্তিসহ এ সংক্রান্ত প্রয়োজনীয় সেবা সহজীকরণের লক্ষ্যে সব আঞ্চলিক পাসপোর্ট অফিসে একটি করে বিশেষ বুথ (হেল্প ডেক্স) স্থাপনের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এছাড়া একজন করে ফোকাল কর্মকর্তা নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।রোববার (১ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল কাশেম মো. শাহীন এ চিঠি পাঠান।
সব আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিশেষ বুথ স্থাপন প্রসঙ্গে ওই চিঠিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধনের সময় পাসপোর্টের আন্তঃসংযোগ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে বলা হয়, অন্যান্য বছরের মতো এ বছরও পাসপোর্টের প্রধান কার্যালয়সহ প্রত্যেক জেলা কার্যালয় হজযাত্রীদের পাসপোর্টের জন্য বিশেষ বুথ স্থাপন করা হবে। প্রত্যেক কার্যালয় একজন কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর প্রদান করবে। এছাড়া আগারগাঁও কার্যালয়ে সেবা প্রদানকারী কর্মকর্তা হিসেবে উপ-পরিচালক শাহাদাত হোসেন ও সহকারী পরিচালক শাহজাহান কাজ করবেন।