হটাৎ দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে!
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে ৪৩ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মোট ২৬,২২৫ জন মারা গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট ১৫ লক্ষ ৪২ হাজার ৮৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৪,৬২৩ জনের নমুনার অনুপাতে শনাক্তের হার ৫.৬২ শতাংশ। রোববার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে।
এদিকে, করোনাভাইরাস বিশ্বব্যাপী ৪৭ লাখ মানুষ মারা গেছে। তবে করোনার সহিংসতা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত কমেছে। এই সময়ে ৬ হাজার ৭৬৪ জন মারা গেছে। করোনা নতুন করে শনাক্ত করা হয়েছে ৪ লক্ষ ১৮ হাজার ৭৪ জন। এবং চার লাখ ৪২ হাজার ৭৪৬ জন সুস্থ হয়েছেন।