হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ঘোষণার পরই মুফতি আব্দুস সালামের মৃত্যু!

হাটহাজারী মাদ্রাসার নবনির্বাচিত মহাপরিচালক এবং মাদ্রাসার প্রধান মুফতি মুফতি আব্দুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার সকালে মাদ্রাসার শুরা কমিটির সভায় তিনি মহাপরিচালক নির্বাচিত হন। কিছুক্ষণ পরেই তিনি শেষ নি .শ্বাস ত্যাগ করেন।

হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০ টায় হাটহাজারী মাদ্রাসা মজলিসে শুরার একটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়। মুফতি আজম মুফতি আবদুস সালাম চাটগামী রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ ইন্তেকাল করেন। তিনি দুই -তিন দিন ধরে হালকা জ্বর ও কাশিতে ভুগছিলেন। তার বয়স ছিল ৬৫ বছর।

মাদ্রাসা সূত্রে জানা যায়, হাটহাজারী মাদ্রাসার শুরা কমিটির সভা সকাল ১০ টার দিকে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শুরু হয়। সভায় মাদ্রাসার বর্তমান স্টিয়ারিং কমিটির সদস্যসহ শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রবীণ মুফতি আব্দুস সালাম চাটগামীকে ‘মহাপরিচালক’ করা হয়। এছাড়া মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহিয়াকে সহকারী পরিচালক করা হয়।

মাদ্রাসা সূত্র জানায়, শুরা কমিটির বৈঠকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *