হাড়কাঁপানো শীতের মধ্যে ধেয়ে আসছে শিলাবৃষ্টি !!

হাড়কাঁপানো ঠান্ডা পড়েছিল ১৯০১ সালে। এবছর প্রচণ্ড ঠান্ডায় কাবু গোটা উত্তর পশ্চিম ভারত। এরপর আবার ধেয়ে আসছে শিলাবৃষ্টি।তবে আগামী সপ্তাহে শীত একটু কমার সম্ভাবনা আছে।১৪ ডিসেম্বর থেকে ঘন কুয়াশায় দিল্লি। শনিবার সফদরজঙে তাপমাত্রা নেমে যায় ২.৪ ডিগ্রি সেলসিয়াসে।

পালাম, আয়ানগরে তাপমাত্রা নেমে যায় ৩.১ ও ১.৯ ডিগ্রি সেলসিয়াসে। আর সবাইকে চমকে দিয়ে লোধি রোডে ১.৭। খবর জি নিউজের।ঘন কুয়াশার কারণে ভারতে বেশ কয়েকটি বিমানকে ঘুরিয়ে দেয়া হয়েছে। কুয়াশার কারণে প্রায় ২৪টি ট্রেন দেরি করেছে।

মধ্যপ্রদেশের উত্তরাংশেও হুহু করে ঢুকছে কনকনে ঠান্ডা হাওয়া। নাগপুর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে হাড়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *