হাতিরঝিলের মানব কুকুর: অতঃপর দুঃখপ্রকাশ করলেন তারা দু’জন !!

হাতিরঝিল লোকজন অবাক হয়ে দেখছিল একজন নারী শিকলে বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন একজন প্রায় নগ্ন পুরুষকে। পুরুষটি কুকুরের মতো চার হাত-পায়ে ভর করে রাস্তা দিয়ে হামাগুড়ি দিয়ে হাঁটছে। এই ঘটনা ফেসবুকে ভাইরাল হয়ে পড়লে স্তম্ভিত হয়ে যান ঢাকাবাসী।

পুলিশ একদিন পর জিজ্ঞাসাবাদের জন্যে ঐ নারী সেঁজুতি ও পুরুষ টুটুলকে থানায় ডেকে পাঠায়। জিজ্ঞাসাবাদ শেষে বিনা অনুমতি রাস্তায় অগ্রহণযোগ্য পোষাকে এমন শিল্পকর্ম উপস্থাপনের জন্যে দুঃখপ্রকাশ করেছেন সেঁজুতি ও টুটুল। সোমবার (৩০ ডিসেম্বর) তেজগাঁ থানা পুলিশের ফেসবুক পেজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পেজে জানানো হয়, ২৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, হাতিরঝিলে একজন পুরুষের গলায় দড়ি বেঁধে তাকে টেনে নিয়ে যাচ্ছে এক নারী। মূহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি। সোস্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে অনেকেই তেজগাঁও বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। ভিডিওটি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মহোদয়ের নজরে আসামাত্রই ভিডিওতে অংশগ্রহণকারী পুরুষ ও নারীকে সনাক্ত করে তার কার্যালয়ে তলব করা হয়। ২৯ ডিসেম্বর টুটুল চৌধুরী ও আফসানা হাসান সেঁজুতি উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) এঁর কার্যালয়ে হাজির হয়।

সূত্রঃ বিডি২৪লাইভ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *