হাত-পা বাঁধা অবস্থায় ফ্ল্যাটে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার!

মানিকগঞ্জের একটি ফ্ল্যাট থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে শহরের রিজার্ভ ট্যাঙ্ক এলাকার ফ্ল্যাট থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। শ্বাসরোধে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মৃতের নাম বিলকিস আক্তার (৩০)। তার স্বামী একজন পুলিশ কনস্টেবল। মাসুদ রানা গাজীপুর পুলিশ লাইনে কর্মরত। বিলকিস আক্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলার বারটিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেদ আলীর মেয়ে। পুলিশ সদস্য মাসুদ রানা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

ফ্ল্যাটের মালিক কিতাবুদ্দিন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গত আগস্ট মাসে পুলিশ কনস্টেবল মাসুদ রানা জেলা শহরের রিজার্ভ ট্যাংক এলাকায় পাঁচতলা ভবনের নিচতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেলেও তিনি গাজীপুরে থাকেন।

যাইহোক, পুলিশ কর্মী ছুটিতে সময়ে সময়ে বাড়িতে আসতেন। মৃত মহিলার বড় ছেলের বয়স ১৩ বছর এবং মেয়েটির বয়স ৬ বছর।

ওই ফ্ল্যাটের মালিক আরও জানান, ওই মহিলার দুই সন্তানের আর্তনাদ শুনে শনিবার সকাল ৯ টার দিকে তিনি রিজার্ভ ট্যাংক এলাকায় ফ্ল্যাটের কক্ষের ভেতরে যান। এরপর কয়েকজন প্রতিবেশী তাকে দেখেন অন্য ঘরে একটি বিছানায় শুয়ে আছে তার হাত -পা বাঁধা এবং তার মুখ গলায় জড়িয়ে আছে। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

সকাল ১০ টার দিকে সদর পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ দুপুরের দিকে মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *