হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা !!
বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে আবারো গুরুতর অসুস্থ হওয়ায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত ২ দিন ধরে বাসায় অসুস্থ ছিলেন তিনি।
আজ ২৫ নভেম্বর সোমবার আরো বেশী অসুস্থ বোধ করায় তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন ব্লকের ৩২২ রুমে ভর্তি করা হয়েছে।
এদিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি খ্যাতিমান অভিনেত্রী সারাহ বেগম কবরী, সহ সভাপতি কন্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।