হিরো আলমকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন কলকাতার সান্ডি !!
মিডিয়া পাড়ার আলোচিত নাম হিরো আলম। বিভিন্ন কারনে তিনি আলোচনার শীর্ষে থাকেন। ফের আলোচনার এসেছেন এই অভিনেতা। কলকাতার জনপ্রিয় কৌতুক শিল্পী, মডেল, ইউটিউবার সান্ডি সাহা দাবি করছেন, হিরো আলমের সাথে তার বিয়ে হয়েছিল।
ফেসবুক লাইভে সান্ডি বলেন, আমার হিরো আলমের জন্য খারাপ লাগছে। তার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমরা এক বছর বিবাহ বন্ধনে ছিলাম। পরে তিনি এক তামিল শিল্পীকে বিয়ে করেছেন।
এই বিষয়ে হিরো আলম বলেন, সান্ডি সাহা আমার বন্ধু। ও আমাকে পছন্দ করে। ও বলে, বাংলাদেশে আমার হিরো হচ্ছে হিরো আলম। সবাই বলে আমি ঢাকায় বিয়ে করছি। তাহলে সান্ডিকে বিয়ে করা লাগবে ক্যান?
প্রসঙ্গত, আশরাফুল আলম সাঈদ (যিনি হিরো আলম নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি। ২০১৮ সালে হিরো আলম একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় আলোচনায় আসেন।