হেফাজতের চার শীর্ষ নেতার তিন দিনের রি’মান্ড – গ্রে’প্তার আরো ৭ জন !!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঘেরাও পরবর্তী ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনার মা’মলায় ঢাকা থেকে র‌্যাবের হাতে গ্রে’প্তার সোনারগাঁয়ের হেফাজত ইসলাম ও খেলাফত মজলিসের চার নেতার তিন দিনের রি’মান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া সোমবার হেফাজতের আরো ৭ জন নেতাকর্মীকে গ্রে’প্তার করে আদালতে পাঠিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, গত রবিবার বিকালে ঢাকার জুরাইন রেল গেট থেকে সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ইকবাল হোসেন (৫০), উপজেলা হেফাজত ইসলামের আমির মহিউদ্দিন খান (৫৩), সাধারণ সম্পাদক শাহজাহান শিবলী (৪৩) ও সহসভাপতি মোয়াজ্জেম হোসেনকে গ্রে’প্তার করা হয়। গ্রে’প্তারকৃত ইকবাল হোসেন একটি মা’মলার প্রধান আ’সামিসহ কয়েকটি মা’মলার আ’সামি ও অপর তিনজন একাধিক মা’মলার আ’সামি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, র‌্যাবের হাতে গ্রে’প্তার চার আ’সামিকে আজ সোমবার পুলিশ সাত দিনের রি’মান্ড চেয়ে নারায়ণগঞ্জের জৈষ্ঠ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে তোলেন। শুনানি শেষে আদালত চার আ’সামি প্রত্যেকের তিন দিনের পুলিশ রি’মান্ড মঞ্জুর করেন।এদিকে পুলিশ গতকাল রাতে ও সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেফাজত ইসলামের আরো সাতজনকে গ্রে’প্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ ঘেরাও হওয়ার পরবর্তী সময় ভাঙচুর পুলিশের ওপর হামলার ঘটনায় আজ সোমবার পর্যন্ত পুলিশ বাদি হয়ে দুটি ও ক্ষতিগ্র’স্ত যুবলীগ নেতা ও তাদের পরিবারের সদস্যরা পাঁচটিসহ সাতটি মা’মলা হয়েছে। পুলিশ আজ সোমবার পর্যন্ত ৬৭ জনকে গ্রে’প্তার করে আদালতে পাঠিয়েছে। সাতটি মা’মলার মধ্যে দুটি মা’মলায় প্রধান আ’সামি হয়েছেন হেফাজতের মামুনুল হক।

সূত্র- কালের কন্ঠ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *