Jana Ojana
হেলমেট পরলেই ১ কেজি পেঁয়াজ !!

বাইক চালকদের হেলমেট পরে বাইক চালানোর সচেতনতা বাড়াতে এক অভিনব পন্থা বেছে নিয়েছে কলকাতার স্থানীয় এক সমিতি। হেলমেট পরে বাইক চালালেই পুরস্কার হিসেবে দিচ্ছে এক কেজি পেঁয়াজ।
জানা গেছে, রোববার সকাল থেকে কলকাতার পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি রাস্তায় দাঁড়িয়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচী হিসাবে বাইক চালকদের সচেতন করছে। আইন মেনে ১ কেজি পেঁয়াজ উপহার হিসাবে পেয়ে খুশি বাইক চালকরা। কারণ কলকাতায় এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৭০ টাকা কেজি দরে।
যারা হেলমেট পরে বাইক চালাচ্ছেন না, তাদের জীবনের সুরক্ষার জন্য হেলমেট পরার কথা বলেছে এই সমিতি। তাদের বার্তা, পেঁয়াজ পাওয়ার জন্য হেলমেট পরা নয়, নিজের সুরক্ষার জন্য হেলমেট পরুন। জানা যায়, পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির এমন উদ্যোগে খুশি বাইক চালকরা।