Internation News
১০০০ মুসল্লিকে হজ পালনের অনুমতি দিচ্ছে সৌদি !!

এখন পর্যন্ত সৌদি আরবে প্রা’ণঘা’তী করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৬১ হাজার পাঁচজন এবং মারা গেছে এক হাজার তিনশ সাতজন। সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় সৌদি আরব এখন ১৫ নম্বরে রয়েছে।
এদিকে সৌদি সরকার বলছে, করোনাভা’ইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার কারণে এ বছর হজ পালন অনেকটাই ভিন্ন ধাঁচের হবে। সৌদি আরবে বসবাসরত কেবল এক হাজার মানুষ এ বছর হজ পালন করার অনুমতি পাবে।সৌদি আরবের হজমন্ত্রী মুহাম্মদ বেনতেন বলেছেন, সংখ্যাটা হাজার হাজার বা লাখ লাখ হবে না। সংখ্যাটা মাত্র এক হাজার।
পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই গ্রীষ্মে ২০ লাখের বেশি মানুষ অন্য দেশ থেকেই আসতো।করোনাভা’ইরাসের কারণে কিছুদিন আগে পর্যন্ত শঙ্কা ছিল হজ একেবারে বাতিল হয়ে যাওয়ার। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে সীমিত আকারে হজ পালনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সূত্র : বিবিসি