১৪ ফেব্রুয়ারি সাবধান! চুমুতে ছড়াতে পারে করোনা ভাইরাস !!

বিশ্ব এখন কাঁপছে করোনা ভাইরাসের আতঙ্কে। এই ভাইরাস অতি ছোঁয়াচে, এমনকি মুখের লালা থেকেও ছড়ায়। সামনেই আসছে বিশ্ব ভালোবাসা দিবস। এইদিনে ঠোঁটে ঠোঁটে চুম্বন হয় প্রিয় মানুষদের মধ্যে কিন্তু এই সময়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই ডাক্তারদের পরামর্শ হল, এবছরের ভালোবাসা দিবসে চুম্বন এড়িয়ে চলাই ভালো।

প্রেম দিবসে মনের মানুষটির সঙ্গে দেখা করুন। তবে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশ্যই মুখে মাস্ক পড়ে।ইএনটি বিশেষজ্ঞ ডা. সুদীপ্ত চন্দ্র জানিয়েছেন, হাঁচি কাশি থেকে তো অবশ্যই, মুখের লালারস থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস। তাঁর কথায়, ভাইরাল অসুখের প্রকোপে অনেকের চোখ থেকে জল পড়ে।

কোনও ভাবে তা যদি অন্যের সংস্পর্শে আসে তা থেকেও ছড়াতে পারে অসুখ। এমতাবস্থায় প্রেম দিবসে বেশি বাড়াবাড়ি না করাই শ্রেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *