১৫ দিনের জন্য নারায়ণগঞ্জের যে ৩ এলাকা লকডাউন !!

অধিক ঝুঁকিপূর্ণ এলাকা বা রেড জোন হিসেবে নারায়ণগঞ্জের রূপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলাকে নির্বাচন করা হয়েছে। চিহ্নিত এলাকাগুলোতে আজ রবিবার থেকেই লকডাউন কার্যকর হয়েছে। যা আগামী ‍১৫ দিন কার্যকর থাকবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানিয়েছেন, রূপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলা এলাকা লকডাউন এর আওতায় থাকবে। এলাকাগুলো থেকে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোন ব্যক্তি বাইরে আসতে পারবেন না বা বাইরে থেকে কোন ব্যক্তি উক্ত এলাকায় যেতে পারবেন না।

এবার রেড জোনে সিলেট বিভাগ – লকডাউন হচ্ছে পুরোপুরি !!

ম’হামা’রি করোনা ভা’ইরাসের বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নেয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে চিহ্নিত করেছে সরকার। করোনা আ’ক্রান্ত বিবেচনায় সিলেট বিভাগের চার জেলাকে রেডজোনের আওতায় আনা হচ্ছে। সিলেট বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারকে বলা হচ্ছে পুরোপুরি লকডাউন।

সরকারের সূত্র বলছে, আগামী বৃহস্পতিবার বা শুক্রবার থেকে লকডাউন কার্যকর হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শনিবার (৬ জুন) সর্বশেষ আপডেট করা তালিকায় সিলেটসহ দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) দেখানো হচ্ছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *