১৬০ কিমি বেগে আসছে সাইক্লোন ‘রিতা’ !!

বুলবুলের পর কিছুদিন আগেই ধেয়ে এসেছিল ঘূর্ণিঝড় কালমেগি। কালমেগির খবরে আতঙ্ক ছড়িয়েছিল, যদিও ‘কালমেগি’ বাংলাদেশের দিকে আসেনি। এবার আরও এক ঘূর্ণিঝড়ের উপস্থিতির খবর। এবার আসছে ‘রিতা’। আছড়ে পড়ার সম্ভাবনা আছে এই ট্রপিক্যাল সাইক্লোনের। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সতর্ক থাকা জরুরি। যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।

সাম্প্রতিককালে এটাই সর্বপ্রথম ট্রপিক্যাল সাইক্লোন। ফিজি-র মেট সার্ভিস প্রথম এই ওয়ার্নিং দিয়েছে। দ্রুত এই সাইক্লোন ‘ক্যাটাগরি-২’ তে পরিণত হবে বলে জানা গিয়েছে। এই ঝড়ের জেরে একটা বড় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ১১০ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগিয়ে আসছে সেই ঝড়। আছড়ে পড়ার আগে এর গতি হতে পারে ১৬০ কিমি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *