১৬ ঘন্টা ধরে আজহারীর অপেক্ষায় বসে থাকলেন লক্ষ শ্রোতা !!

সাধারণত বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলো বেশ গভীর রাত পর্যন্ত চলে। মানুষজন তা শুনেও থাকেন। তাই বলে একজন বক্তার বক্তব্য শোনার জন্যে শ্রোতারা দুপুর থেকে পরদিন ভোর চারটা পর্যন্ত ১৬ ঘন্টা বসে থাকবেন তা ভাবতেই কেমন অবিশ্বাস্য লাগে, তাও আবার প্রায় এক লক্ষ শ্রোতা! এই অবিশ্বাস্য ঘটনাটিই ঘটেছে লক্ষীপুরের রায়গঞ্জে হায়দারগঞ্জ ময়দানে রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে। যে বক্তার জন্যে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর নাম ড. মিজানুর রহমান আজহারী।

বর্তমানে মানুষের কাছে বিশেষ করে তরুণ সমাজের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ড. মিজানুর রহমান আজহারী। শীতকালে ওয়াজ করে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। কয়েকবার সময় পরিবর্তনের পর তিনি হায়দারগঞ্জে ভোর চারটায় ওয়াজ করবেন বলে সময় নির্ধারণ করেন।

এখানে চলছে পাঁচদিন ব্যাপী ওয়াজ মাহফিল। আজহারীর বক্তব্য শোনার জন্যে অনেক শ্রোতা শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর থেকেই অপেক্ষা করতে থাকেন ময়দানে। রবিবার ভোর চারটায় নিজের বক্তব্য শুরু করার সময় আজহারী বলেন, ভোর চারটায় আমার বক্তব্য শুনতে এত মানুষ থাকবে তা ভাবি নি। এই জনসমাগম ইসলামের জয়কেই নির্দেশ করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *