১৯৬ যাত্রীসহ বিমানে আগুন, এরপর যা ঘটলো…

১৯৬ জন যাত্রী ও ক্রু নিয়ে যাওয়ার সময় বিমানটি মিশরে অবতরণ করেছিল। ইউক্রেন থেকে আসা বিমানটি শর্ম এল-শেখ বিমানবন্দরে পৌঁছালে বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে যায়। বুধবার (১৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। অল্পক্ষণ পরে, বাম টায়ারটিতে আগুন ধরে। বিমানবন্দরের সুরক্ষা ও উদ্ধারকর্মীরা বিমানটিতে ছুটে আসার সাথে সাথে বিমানের পেছন দিক থেকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তদন্ত প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিমানের টায়ারে জলবাহী তেল লিক হওয়ার ফলে আগুনের সূত্রপাত হয়েছিল। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রায় এক মিনিট আগে আগুন ধরেছিল। মোট ১৮৯ জন যাত্রী এবং ক্রু-র সাত সদস্যর কেউই আহত হন নি।

স্কাইইউপি এয়ারলাইন্সের বিমানের ক্যাপ্টেন বিমানবন্দরের ক্রুদের আগুন মোকাবেলায় পেশাদারিত্বের জন্য বিশেষত আগুন নিভিয়ে দেওয়ার এবং যাত্রীদের সুরক্ষায় আনার ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া এবং সহায়তার গতি প্রশংসা করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *