১ ফেব্রুয়ারি ভোট – বাসা পাল্টাতে বিপাকে পরবেন যারা !!

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন চলবে না কোনো গাড়ি। সমালোচনার মুখে নির্বাচন কমিশন ভোটের তারিখ পিছিয়ে ১ ফেব্রুয়ারিতে দিয়েছে। সাধারণত এই দিনে মানুষজন বাসা পরিবর্তন করে থাকেন। কিন্তু গাড়ি না চলায় কীভাবে কাজটি করবেন তা নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছেন তারা। এ নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা।

এমনই একজন পলাশ মাহমুদ। পরিবার নিয়ে রাজধানীর মিরপুর এলাকায় থাকেন। ১ ফেব্রুয়ারি শ্যামলীতে নতুন বাসায় ওঠার কথা তাদের। কিন্তু সিটি করপোরেশন নির্বাচন ওই দিন হওয়ায় চিন্তায় পড়েছেন পলাশ। তিনি বলেন, অদ্ভুত দেশে বাস করছি ভাই! ১ তারিখে বাসা পরিবর্তন করতে না পারলে বিপদ হয়ে যাবে।

২ তারিখে জরুরি কাজে চট্টগ্রাম যাওয়ার কথা। সেখানে যেতে না পারলে বড় ক্ষতি হয়ে যাবে। ৩০ তারিখে (৩০ জানুয়ারি) যে বাসা পাল্টাবো তারও তো উপায় নাই। যে বাসায় যাবো সেখানেও তো একটা ফ্যামিলি আছে। তারা বাসা না ছাড়লে তো যেতেও পারবো না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *