২০১৯ সালে সড়ক দু’র্ঘটনায় ৪৭০২ জনের প্রা’ণহা’নি !!

গত বছর ২০১৯ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৭০২ জন নিহত এবং ৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও ট্রেন দুর্ঘটনায় আরও ১৯৮ জন নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গঠিত সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর এক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

আজ ৪ জানুয়ারি শনিবার জাতীয় প্রেসক্লাবে ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার ওপর একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিসংখ্যানের বিভিন্ন তথ্য তুলে ধরেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

এ ব্যাপারে তিনি জানান, ছয়টি জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল, টেলিভিশন চ্যানেল এবং ‘নিরাপদ সড়ক চাই’ শাখায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি সংকলিত করা হয়। গত বছর অন্তত ৪ হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *