২১ আগস্টের মাহফিলে খিচুড়ি কম দেওয়ায় আওয়ামীলীগ নেতাকে খুন!

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠিত প্রার্থনা সভায় আওয়ামী লীগের এক কর্মীর পেটে ছুরিকাঘাত করা হয়েছে। মৃতের নাম আব্দুল মান্নান ।

রোববার রাত ৯ টার দিকে উপজেলার দেয়ারা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান ওই এলাকার আলী বক্সের ছেলে। তিনি আসন্ন ইউপি নির্বাচনে (স্থগিত) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের (চশমা প্রতীক) সমর্থক।

এদিকে পুলিশ একই এলাকা থেকে হানিফ (২) ও তার বাবা মুজিবুর রহমানকে (৫০) গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত পিতা -পুত্র আসন্ন (স্থগিত) ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান মফের সমর্থক বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নানের আয়োজনে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২১ আগস্ট রাতে স্থানীয় পেয়ারা তলায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে সেখানে খিচুড়ি বিতরণ করা হয়।

কম খিচুড়ি দেওয়া নিয়ে একই গ্রামে হানিফের সঙ্গে সক্রিয় কর্মী মান্নানের বিরোধ ছিল। এ সময় তার সঙ্গে হানিফের ঝগড়া হয়।

এ কারণে হানিফ রবিবার রাত ৯ টার দিকে স্থানীয় কাশিয়াডাঙ্গা বাজারে আবদুল মান্নানকে খুঁজে পেয়ে তার পেটে ছুরিকাঘাত করে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) জেলাল হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত হানিফ ও তার বাবা মুজিবুরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *