২৩ বছর ধরে ১ টাকায় সিঙ্গাড়া বিক্রি করছেন কে এই সচীন কুমার ??

সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে সব জিনিসের দাম। কিন্তু গেল ২৩ বছর ধরে এক টাকায় সিঙ্গাড়া বিক্রি করছেন দিনাজপুরের সচীন কুমার ঘোষ। কম দামের পাশাপাশি সুস্বাদু হওয়ায় চাহিদাও রয়েছে বেশ। প্রতিদিন মাত্র ২ ঘণ্টায় ১০ হাজার সিঙ্গাড়া বিক্রি করেন তিনি।

দিনাজপুরের চকবাজার এলাকার ছোট্ট এই দোকনটি সবার কাছে পরিচিত ১ টাকার দোকান হিসেবে। একটি আলুর সিঙ্গাড়া যেকোনো দোকানে বিক্রি হয় ৫ টাকা বা তারো বেশি। অথচ এই দোকানে বিক্রি হয় মাত্র ১ টাকায়।

আজ থেকে প্রায় ২৩ বছর আগে এই দোকান শুরু করেন সচীন কুমার ঘোষ। তখন থেকেই ১ টাকায় সিঙ্গাড়া বিক্রি হয় এই দোকানে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থাকলেও বাড়েনি সিঙ্গাড়ার দাম। তাই তার দোকানে ভীড় নিত্যদিনের। প্রতিদিন সকালে মাত্র ২ ঘণ্টা খোলা রাখেন দোকান। আর এই সময়ে বিক্রি হয় ৭ হাজার পিস সিঙ্গাড়া আর ৩ হাজার পিস নিমকি।

শুধু এলাকাবাসী নয়, দুর-দুরান্ত থেকেও অনেকে আসেন সচীন কুমারের এই দোকানে। সখের বসে কেউ আবার নিয়ে যান বাড়িতেও। সচীন কুমারের আশা, যতদিন পারবেন এই দামেই বিক্রি করবেন সিঙ্গাড়া। তার এই কাজে সহযোগিতা করেন তার ছেলে। শীত হোক বা বর্ষা প্রতিদিনই খোলা থাকে সচীন কুমারের এই দোকান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *