২৪ ঘণ্টায় আ’ক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭৭২ জন, জানুন আরো বিস্তারিত…
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আ’ক্রান্ত হয়েছেন ৩৯০ জন। এ নিয়ে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭৭২ জন। এছাড়া বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনা ভা’ইরাস প্রাণ কেড়ে নিয়েছে আরও ১০ জনের। এ নিয়ে দেশে মোট মৃ’তের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জন।
করোনা ভা’ইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভা’ইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। গত ২৪ ঘণ্টায় টেস্ট করানো হয়েছে ৩০৯৬টি।
In the last 24 hours, 390 people have been newly infected with corona. The total number of victims stood at 3772 people. Besides, the Corona vi’rus killed 10 more people in Bangladesh in the last 24 hours. The total death toll in the country stands at 120.
Additional Director General (Administration) of the Department of Health, Prof. Dr. A.S. Nasima Sultana said this. 3096 have been tested in the last 24 hours.