২৪ ঘন্টায় সৌদিতে করোনায় সর্বোচ্চ আ’ক্রান্তের রেকর্ড !!

নানা ধরনের কড়াকড়ি আরোপ করেও বৈশ্বিক মহামা’রী করো’না’ভা’ইরাসের ছোবল থেকে রেহাই পাচ্ছে না মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আ’ক্রা’ন্তের রেকর্ড গড়েছে দেশটি। সোমবার দেশটিতে একদিনে ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয়েছেন ১ হাজার ৯৬৬ জন।

আ’ক্রা’ন্তের মধ্যে রাজধানী রিয়াদে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। সোমবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করে দেশটির প্রধান সব অঞ্চলে মোট আ’ক্রা’ন্তের হিসাব জানিয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্যানুযায়ী, সোমবার রাজধানী রিয়াদে ৫২০ জন শনাক্ত হয়েছে, যা অন্য সব অঞ্চল থেকে সবচেয়ে বেশি। এছাড়া মক্কা মুকাররমায় ৩৪৩ জন, মদিনা মুনাওয়ারায় ২৫৭ জন,

জেদ্দায় ২৩৬ জন, আল হুফুফে ১৩৭ জন, দাম্মামে ৯৫ জন, তাইফে ৭১ জন, খোবারে ৬০ জন, জোবাইলে ৪৯ জন, হাদ্দায় ৩৪ জনের শরীরে করো’না’ভা’ইরাস শনাক্ত হয়েছে।এছাড়া কাতিফে ২৩ জন, মাজরাদায় ১৫ জন, বুরাইদায় ১৫ জন, দিরাহে ২৫ জন, তাবুকে ১০ জন, হাইলে ১০ জন, ইয়ানবুতে ৯ জন, দাহরানে ৮ জন, বাকিকে ৭ জন, খামিস মুশাইতে ৫ জন, সাফওয়াতে ৫ জন, নায়িরাতে ৩ জন ক’রো’না রোগী শনাক্ত হয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত সৌদি আরবে ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয়েছে ৪১ হাজার ১৪ জন। গত ২৪ ঘণ্টায় মা’রা গেছে ৯ জন। এ পর্যন্ত দেশটিতে প্রাণহা’নির সংখ্যা ২৫৫ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৮০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৩৭ জন। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ২৮ হাজার ২২ জন। এদের মধ্যে ১৪৩ জনের অবস্থা আশ’ঙ্কা’জনক।

এদিকে মক্কা ও ২৪ ল’কডাউন থাকা এলাকাগুলো ছাড়া বাকি সব জায়গায় সকাল ৯টা বিকেল ৫টা পর্যন্ত কা’র’ফিউ প্রত্যা’হার করেছে সৌদি সরকার। শপিংমল খোলার অনুমতি দিয়েছে।তবে দেশটিতে ক’রো’নার প্র’কোপ বাড়তে থাকায় জনসাধারণের এক জায়গায় পাঁচজনের বেশি জড়ো হওয়ার ওপর কঠোর নিষে’ধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নি’ষেধাজ্ঞা অমান্যকারীকে বিভিন্ন ক্যাটাগরিতে জ’রি’মানা করা হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।

সুত্রঃ যুগান্তর

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *