২৬ দিনের সন্তান রেখে করোনায় মারা গেলেন শিক্ষিকা!

তাহমিনা আক্তার ডলি (২৯) নামে একজন সহকারী শিক্ষক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনাভাইরাসে মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকার ডিএনসিসি হাসপাতালে তিনি মারা যান।

তাহমিনা আক্তার ডলি সদর ইউনিয়ন। খোরশেদ আলমের মেয়ে। তিনি উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন। তাহমিনা আক্তার ডলি দুই ছেলের মা। তার স্বামী ড। মসিউর রহমান নাসিরনগর কৃষি ব্যাংকের শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।

নাসিরনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইকবাল মিয়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাহমিনা আক্তার ডলি করোনা উপসর্গ নিয়ে গত ৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি এক ছেলের মা হন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ আগস্ট সেই হাসপাতালের ডাক্তাররা তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করে জানতে পারেন যে করোনা পজিটিভ।

একদিন পর, ১২ আগস্ট, তাহমিনা আক্তারের একটি ডলি স্ট্রোক হয়েছিল। ১৫ আগস্ট তাকে ঢাকার ডিএনসিসি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *