৫৭৮ জনের মৃ’ত্যু ‘সুখবর’ও পেলেন ইতালি !!

ইতালিতে গত ২৪ ঘণ্টায় মৃ’ত্যুর মিছিলে সামিল হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ। তবে, এতেও আশার আলো দেখছেন চিকিৎসকরা। কারণ, এর আগের দিনের তুলনায় আক্রান্ত ও মৃত দু’টির হারই কমেছে সেখানে।গত ১৩ মার্চ থেকে ইতালিতে নতুন রোগী শনাক্তের হার কমতির দিকে। তবে মৃ’ত্যুসংখ্যার দিক থেকে এখনও তেমন সুসংবাদ আসেনি। সেখানে প্রতিদিনই মারা যাচ্ছেন শত শত মানুষ।

গত মঙ্গলবার করোনা ম’হামা’রিতে ৬০২ জনের মৃ’ত্যু ও ২ হাজার ৯৭২ জন আক্রান্তের কথা জানিয়েছিল ইতালির স্বাস্থ্য কর্তৃপক্ষ। বুধবার এই সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৫৭৮ জন, আর নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৬৭ জন।

গত ২১ ফেব্রুয়ারি ইতালিতে প্রথমবার করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এর মধ্যেই সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৪৫ জন। একমাত্র যুক্তরাষ্ট্রেই এরচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।ইতালিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন, যা বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

এছাড়া, টানা ১২তম দিন আইসিইউতে থাকা রোগীর সংখ্যা কমেছে ইতালিতে। মঙ্গলবার সেখানে আইসিইউতে রোগী ভর্তি ছিলেন ৩ হাজার ১৮৬ জন, বুধবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৯ জন।আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৩৮ হাজার ৯২ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন প্রায় এক হাজার মানুষ।

সূত্র: রয়টার্স

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *