দেশের খবর
৭ দিন একটানা সব যানবাহন চলাচল বন্ধ ঘোষণা !!

করোনা ভা’ইরাসের আ’ক্রমণে থমকে গেছে বাংলাদেশ। জনগণকে করোনার হাত থেকে বাঁচাতে এবার একটানা সাতদিন যাববাহন চলাচলে নিষেধাজ্ঞা দিল সরকার।
ঈদের আগের চারদিন ও পরের দুইদিন মিলিয়ে মোট সাতদিন যান চলাচল বন্ধ থাকবে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়। আরো বলা হয়, এসময় শুধু জরুরি সেবার গাড়ি চলবে।
একই ঘোষণায় সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এবারের ঈদের কোনো সরকারি কর্মচারী নিজের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।