আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি – যা বলল আওয়ামী লীগ !!
ঢাকা সিটি নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই কারচুপির অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি। এই নির্বাচনের প্রতিবাদে রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। এ প্রসঙ্গে মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি এসময় হরতালে নাশকতা ঠেকাতে আওয়ামী লীগ মাঠে থাকবে বলে জানান।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে বনানীতে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা (বিএনপি) রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে। নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে আওয়ামী লীগ।’
ভোট নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগের জবাবে এর আগে বিকেলে ঢাকার দুই সিটি করপোরেশনে শনিবার যেমন নির্বাচন হলো, গত ১০০ বছরে এমন ‘অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নির্বাচন হয়নি বলে দাবি করেন মাহবুব-উল-আলম হানিফ। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকায় বিএনপিকে ধন্যবাদ দিয়ে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল যেসব অভিযোগ করেছেন সেগুলো আগেই লিখে রেখেছিলেন।’