আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না !!
রামপুরা-বনশ্রীসহ এর আশপাশের এলাকায় বুধবার (৮ জানুয়ারি) চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নতুন পাইপলাইনের সঙ্গে পুরনো পাইপলাইনের টাই-ইন কাজের জন্য এ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লিকেজ সমস্যা নিরসনের জন্য পশ্চিম রামপুরার মোল্লা টাওয়ার থেকে উলন রোড এলাকায় পাইপলাইন স্থানান্তর-পুনর্বাসন কাজে নবনির্মিত পাইপলাইনের সঙ্গে বিদ্যমান পাইপলাইনের টাই-ইন কাজের জন্য বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।