আবারো বাড়ানো হলো শপিং মল বন্ধের মেয়াদ !!
করোনার মোকাবিলায় বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধের মেয়াদ বাড়িয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। করোনা ভা’ইরাসের বিস্তার ঠেকাতে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্তের একদিন পর এ সিদ্ধান্ত নিল ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।
সংবাদ মাধ্যমে পাঠানো এক ঘোষণায় শপিংমল বন্ধের সময় সীমা পূর্বে ঘোষিত ৪ এপ্রিল থেকে বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া করোনার পরিস্থিতি মোকাবিলায় সরকার আবারো নতুন কোনো সিদ্ধান্ত নিলে তা মেনে চলার কথাও জানিয়েছে দোকান মালিক সমিতি।’